1. admin@doeltv.com : admin :
শীতার্তদের জন্য আলোকবিন্দুর উষ্ণ ভালোবাসা - OnlineTV
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শীতার্তদের জন্য আলোকবিন্দুর উষ্ণ ভালোবাসা

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত
শেয়ার করুন

“আপনার শীত নিবারণে আমরা আছি পাশে” স্লোগানে বিভিন্ন ব্যক্তিদের দেওয়া অনুদান থেকে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন।

এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেয় সংগঠনটি।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ ও সাংবাদিক জায়েদ মাহমুদ রিজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি সারোয়ার হোসাইন জানান, ‘অসহায় শীতার্ত মানুষের কষ্ট দূর করতে এই উদ্যোগ গ্রহণ করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো শীত মৌসুম জুড়ে অল্প অল্প করে এই কার্যক্রম চলমান থাকবে।’

কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ বলেন, ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করে। আমরা প্রকৃত শীতার্তদের শনাক্ত করে তাদের জন্য সামান্য শীতবস্ত্র পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগে গ্রহন করেছি।’

সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, ‘আমরা শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের একাজে বিভিন্ন ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যারা আমাদের কাজে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কনকনে এই শীতে উষ্ণ ভালোবাসা হিসেবে কম্বল পেয়ে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

আছিয়া বেগম (৭০) বলেন ‘আল্লাহ এই সংগঠনের পুলাপানরে মেলা বছর বাচাইয়া রাখুক। এই শীতের মধ্যে কত কষ্ট করতাছিলাম‌। সরকার থাইকা কিছু না পাইলেও যারা কম্বল দিলো তাগো লাইগা দোয়া করি।’

হুসেন আলী (৬৮) বলেন, ‘শীতের মধ্যে একটা কম্বল পাইয়া ভালাই অইলো। যারা দিলো তাগো জন্য দোয়া করাম।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022