1. admin@doeltv.com : admin :
‘শেখ হাসিনার নাম যতবার মুখ দিয়ে আসে, তা কেবল ঘৃণা থেকেই আসে’ - OnlineTV
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

‘শেখ হাসিনার নাম যতবার মুখ দিয়ে আসে, তা কেবল ঘৃণা থেকেই আসে’

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার নাম যতবার মুখ দিয়ে আসে; তা কেবল ঘৃণা থেকেই আসে।

১১ নভেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

স্নিগ্ধ লিখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন — তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।’

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন মীর স্নিগ্ধ। এ সম্পর্কে তিনি বলেছেন, তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্যে তার এই যোগদান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022