1. admin@doeltv.com : admin :
হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত - OnlineTV
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পঠিত
শেয়ার করুন

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষ‌য়ে জান‌তে চাইলে বিক্রম মি‌শ্রি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়।

তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি যে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে, সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কি-না, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন বিক্রম মিশ্রিকে।

জবাবে তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022