টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ বাঘাড়া গ্রামের আনিছ এবং কুমিল্লা মুরাদনগরের রাসেল নামের ২ জন শীর্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস দল।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, লক্ষিন্দর ইউনিয়নের কয়েকটি গ্রাম ২/৩টি থানার সিমান্তবর্তী হওয়ায় লক্ষিন্দর ইউনিয়নে মাদক ও জুয়ার আখড়ায় পরিনত হয়েছিলো। সে বিষয়ে লক্ষ্য রেখেই নির্বাচনকালীন সময়ে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় টাঙ্গাইল জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় লক্ষিন্দর ইউনিয়নকে মাদক, জুয়া, ইভটিজিং এবং বাল্যবিবাহ মুক্ত করার চেষ্টা করবেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নিজেরাই ক্রেতা সেজে প্রথমে ৪কেজি গাজা ক্রয়করেন ৯৬’হাজার টাকায়। ক্রয়কৃত গাজা দেওয়ার সময় আনিছকে হাতে নাতে আটক করা হয় এবং পরে আরও ১০ কেজি গাজাসহ রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হোন তারা।
এ বিষয়ে এসআই রাইজউদ্দিন বাদী হয়ে ঘাটাইল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই আলমগীর হোসেন।