লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সাইদুর রহমান এর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো হাফিজা (১৪) নামে এক শিক্ষার্থী।
শুক্রবার (২ জুন) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আকন্দের বাইদ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরীর অবগতিক্রমে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দুলাল আকন্দ এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাল্যবিবাহ বন্ধ করেন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।
জানা যায়, শুক্রবার দুপুরে হাফিজা নামে এক শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরীকে অবগত করে তাৎক্ষণিক লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ছুটে যান ওই শিক্ষার্থীর বাড়িতে। পরে চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান ওই শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করে শিক্ষার্থীকে কলম খাতা উপহার দেন এবং শিক্ষার্থীর বাবা হায়দার আলীকে প্রতিশ্রুতি দেন হাফিজার উচ্চ শিক্ষার জন্য সার্বিক সহযোগিতা করবেন। এ ছাড়া বিষয়টি নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়।
এ বিষয়ে লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর প্রকল্পের আওতায় লক্ষিন্দর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করতে মাদক, জুয়া, ইভটিজিং এবং বাল্য বিবাহ মুক্ত করে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করার দৃঢ়্য প্রয়াসে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।